করোনা ভাইরাসের আবহে তৃতীয় সাংবাদিক সম্মেলন থেকে রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ শতাংশ করার ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস। একইসঙ্গে রিভার্স রেপো রেটও কমিয়ে ৩.৩৫ শতাংশ করেছে রির্জাভ ব্যাঙ্ক ইফ ইন্ডিয়া। দেশের বৃদ্ধির গতি ত্বরাণ্বিত করতে ২৭ মার্চ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করে আরবিআই। এপ্রিলে, অপ্রত্যাশিতভাবে রিভার্স রেপো রেট ৩.৭৫ শতাংশ কমায় আরবিআই। এই পদক্ষেপের ফলে ইএমআইয়ের বোঝাও কিছুটা হাল্কা হবে ঋণগৃহীতাদের। এছাড়াও ঋণের ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া ঘোষণা করা হয়েছে। ফলে কিস্তির ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলতে পারে, অগস্ট পর্যন্ত।