উলেন রায়ের মৃতদেহ ফিরিয়ে নিল পরিবার

দশ দিন পর মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃতদেহ ফিরিয়ে নিল তার পরিবার। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গ থেকে শবদেহ নিয়ে যেতে আসেন উলেন রায়ের পরিবার এবং জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতি বাপি গোস্বামী।

উল্লেখ্য গত ৭ই ডিসেম্বর বিজেপি যুব মোর্চার ডাকা উত্তরকন্যা অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যান উলেন রায়।প্রথমে তাকে ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। বিজেপির অভিযোগ ওইদিনই পুলিশ রাতের অন্ধকারে ময়নাতদন্ত করে রিপোর্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনার প্রতিবাদে মৃত উলেন রায়ের পরিবার এবং বিজেপি নেতাকর্মীরা জলপাইগুড়ি কোর্টে কেস ফাইল করে। আদালত সরকারি নির্দেশিকা মেনে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেয়। তারপর নানা প্রশাসনিক বিলম্ব এবং জটিলতায় আটকে থাকে উলেন রায়ের ময়নাতদন্ত।

আজ উলেন রায়ের মৃতদেহ নিতে পরিবারের সঙ্গে আসেন জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি কর্মীরা। বিজেপি নেতাকর্মীদের অভিযোগ, পুলিশ মৃতদেহ দিতে গড়িমসি করলে হাসপাতালেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। অবশেষে দুপুরের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।