উদ্বোধন হল কোচবিহার মেডিকেল কলেজ

দীর্ঘ দিনের দাবিপুরন কোচবিহারবাসীর। রাজআমলের এমজেএন হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত হলো মুখ্যমন্ত্রীর হাত ধরে। এদিন উত্তরবঙ্গ সফরে এসে মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, গত বছর থেকে এমবিবিএসে পঠনপাঠন শুরু হয়েছে। কিন্তু বিবেকানন্দ স্ট্রিট এলাকার ভবনের কাজ সম্পন্ন না হওয়ায় রাজবাড়ি সংলগ্ন কোচবিহার স্টেডিয়ামে অস্থায়ীভাবে পড়াশোনা চলছিল। সম্প্রতি সেখান থেকে পঠনপাঠন প্রক্রিয়া সরিয়ে নেওয়া হয়েছে বিবেকানন্দ স্ট্রিট এলাকায়। এদিন সেই নতুন ভবনটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে এই মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে। পড়াশোনার জন্য অত্যাধুনিক ব্যবস্থা ছাড়াও অডিটোরিয়াম, মেডিকেলের ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হস্টেল, ডাক্তার-নার্সদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। এদিন উদ্বোধন অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী সোজা চলে যান শিবযজ্ঞ মন্দিরে। সেখানে পুজো আরাধনা করেন মুখ্যমন্ত্রী।