উত্তর কোরিয়ায় ধরা পড়ল সর্বপ্রথম করোনা রোগী

উত্তর কোরিয়ায় ধরা পড়ল প্রথম করোনা রোগী। প্রথম মামলা সামনে আসার পর কিম জং উন প্রশাসন বর্ডার এলাকায় লকডাউন লাগু করে দিয়েছে। শোনা যাচ্ছে করোনা এই বর্ডার পার করেই দেশে ঢুকেছিল। ওই ব্যাক্তি তিন বছর আগে দক্ষিণ কোরিয়া গেছিল, আর সে অবৈধ ভাবে উত্তর কোরিয়ায় ঢুকেছিল। এই মামলা এক অনুপ্রবেশকারীর সাথে যুক্ত। ওই ব্যাক্তি দক্ষিণ কয়েক বছর আগে কোরিয়া থেকে পালিয়ে গেছিল। আর গত সপ্তাহে সে অবৈধ ভাবে উত্তর কোরিয়ায় প্রবেশ করে।

কিম জং উন অনুযায়ী, করোনার ভাইরাস উত্তর কোরিয়ায় প্রবেশ করেছে। যদি ওই ব্যাক্তিকে আধিকারিক হিসেবে ঘোষণা করে দেওয়া হয়, তাহলে এটিই উত্তর কোরিয়ায় সর্বপ্রথম করোনার মামলা হবে।

এর আগে উত্তর কোরিয়া তাঁদের প্রায় সমস্ত সীমান্ত এই বছরের শুরুতেই বন্ধ করে দিয়েছিল। বিদেশী পর্যটকদের যাতায়াতও বন্ধ করে দিয়েছিল কিমের দেশ। কিম প্রথম থেকেই নিজেদের দেশে করোনা নিয়ে সতর্কতা জারি করেছিল।