উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ

সারাদেশে চলছে করোনার মতন মহামারী রোগ।আর এই মহামারী রোগ দূর করতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসা করানোর উদ্যোগ। তবে হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রচুর হয়রানির শিকার হতে হচ্ছে সকলকে।চিকিৎসা করাতে এসে প্রচুর মানুষ জানান হাসপাতালে নাকি শুধু মাত্র একশো কুড়ি জনেরই চিকিৎসা করানো হয় সারাদিনে।এ বিষয়টি শোনার পর একরোগী অভিযোগ করেন যে প্রতিদিনের মত এভাবেই এসে ঘুরে যেতে হবে সকলকে। তবে এরকম একটি বড় সমস্যা যাতে আগামী দিনে না হয় তার দিকে তাকিয়েই এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন সুশ্রতনগর ব্যবসায়ী সমিতির সদস্যরা,এ বিষয়টি নিয়ে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নবনীল দত্ত বাবু জানান সরকারি পক্ষ থেকে যদি প্রতিটি ক্লাবে এই করোনা মহামারী রোগের পরীক্ষা করার ব্যবস্থা করা হয় তাহলে হয়তো এরকম দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না কাউকেই। তবে এরই পাশাপাশি দূর দূর থেকে আসা কিছু রোগীকে প্রশ্ন করা হলে, তারা জানান যে হাসপাতালে নাকি শুধুমাত্র সারাদিনে একশো কুড়ি জনকেই পরীক্ষা করানো হয়। তবে এরই দিকে তাকিয়ে তিনি সরাসরি জানান যে প্রতিদিনের মত এরকম হলে দূর দূর থেকে এসে তবে কি এভাবেই ঘুরে যেতে হবে সকলকে।নাকি সরকারি পক্ষ থেকে এর কোনও সঠিক ব্যবস্থা করা হবে এটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।