বিজেপির উত্তরবঙ্গ সাংগঠনিক দলে রদবদল করা হল।ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ ।এর পাশাপাশি কো-কনভেনার হিসেবে নিয়ে আসা হল বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে। উত্তরবঙ্গ জোনে নতুন কনভেনার পেয়ে খুশির মহল বিজেপির কর্মীদের মধ্যে
আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গ, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদা, শিলিগুড়ি
উত্তরবঙ্গ জোনের কনভেনার হিসেবে নবনিযুক্ত হলেন শ্যামচাদ ঘোষ,কো-কনভেনার সুকান্ত মজুমদার
