করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই ভারতে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় অসামরিক বিমান পরিবহণ ব্যবস্থা। তবে প্রায় ২ মাস বন্ধ থাকার পর সোমবার থেকেই দেশের মধ্যে শুরু হয়েছে বিমান চলাচল। বিমান পরিষেবা আপাতত দেশের কয়েকটি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তবে মঙ্গলবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরি সোমবারের বিমান চলাচল সংক্রান্ত এক পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, অভ্যন্তরীণ বিমান যাত্রা শুরু করায় পর গত একদিনে ৫৮,০০০ এরও বেশি যাত্রী চলাচল করেছে। পরিষেবা শুরু হওয়ার পর এতদিন ধরে প্রায় খাঁ খাঁ করে বিমানবন্দরগুলিতেও ফিরেছে ব্যস্ততা। অজস্র এবং যাত্রীরা আবার বাতাসে ফিরে এসেছে।