উঠছে ভোট চুরির অভিযোগ

চলছে ভোট পর্ব৷ এরই মাঝে উঠছে একের পর এক অভিযোগের আঙুল৷ সামশেরগঞ্জে ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের বুথ অফিসের সামনে নকল ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ নকল ইভিএম-এ জ্বলজ্বল করছে একজনেরই নাম আমিরুল ইসলাম৷ কোথায় ভোট দিতে হবে মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে বুথমুখী ভোটারদের রাস্তায় দাঁড় করিয়ে নকল ইভিএমে হাতে কলমে তা দেখিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মীরা৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী নিজে৷ এই ঘটনায় বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধীরা৷  

তবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তাঁরা প্রভাবিত করছেন না৷ তাঁরা ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন৷ শিক্ষিত করছেন৷ এক তৃণমূল কর্মী বলেন, আমরা কোনও ভিধি ভঙ্গ করছি না৷ ভিভি প্যাডের ব্যবহার কী ভাবে করতে হবে সেটাই আরও একবার ভোটারদের বুঝিয়ে দিচ্ছি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আমিরুল ইসলামকে ভোট দেওয়ার কথা বলছি৷ অন্যদিকে, জঙ্গিপুরেও জমজমাট ত্রিমুখী লড়াই। নির্ধারিত সময়েই রাজ্যের তিন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু। ভবানীপুর উপনির্বাচনের পাশাপাশি সাধার নির্বাচন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও।