ইয়াসের মোকাবিলায় তৈরি ইসলামপুর মহকুমা প্রশাসন

প্রাকৃতিক দুর্যোগ ইয়াসের মোকাবিলায় তৈরি রয়েছে ইসলামপুর মহকুমা প্রশাসন। ইসলামপুর মহকুমার মহকুমা শাসক সপ্তর্ষি নাগ জানিয়েছেন, যেহেতু ইয়াস বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খন্ড উড়িষ্যার দিকে যাবার কথা। ইসলামপুর মহকুমার চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া ও করনদিঘি এই পাঁচটি ব্লকেরই পূর্ব দিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেকারনে সমস্ত ব্লকের বিডিওকে তৈরি থাকতে বলা হয়েছে। উদ্ধারকারী দলকেও তৈরি রাখা হয়েছে। পাশাপাশি ত্রাণ সামগ্রীও তৈরি রয়েছে। তবে এখনও পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এছাড়াও প্রতিনিয়ত সাধারন মানুষকে মাইকে প্রচারের মাধ্যমে সতর্ক করা হয়েছে। যেকোনও রকমের পরিস্থিতির মোকাবিলার জন্য ইসলামপুর মহকুমা প্রশাসন তৈরি রয়েছে।