করোনা পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে। ভ্যাক্সিনের আশায় বসে আছে গোটা দুনিয়া। এরই মধ্যে সোমবার ‘হু’-এর তরফে সতর্ক করে বলা হয়, হয়ত কখনই একেবারে পারফেক্ট ভ্যাক্সিন হিসেবে কোনও ‘সিলভার বুলেট’ আসবে না। দীর্ঘস্থায়ী স্বাভাবিক জীবন পাওয়াও কঠিন।
অন্যদিকে, ২০ সেকেন্ডে করোনাভাইরাস শনাক্তের ভ্রাম্যমাণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছে ইরান। গবেষকরা বলছেন, এই আবিষ্কার যুগান্তকারী। চিকিৎসা সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত একটি ইরানি কোম্পানি এই যন্ত্রটি তৈরি করেছে। আর তা তৈরি করে বাজারে ছেড়েছে।
যন্ত্রটি বিশ্বের কোনও কোনও দেশে ব্যবহার হলেও ইরানসহ পশ্চিম এশিয়ায় এই প্রথম ব্যবহার হচ্ছে। এটি মূলত স্বল্প সময়ের মধ্যে বুকের এক্সরে রিপোর্ট দিতে পারে। আর ওই এক্সরে রিপোর্ট থেকেই দেহে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এই যন্ত্রের একটি বড় সুবিধা হলো এটি সহজে বহনযোগ্য। এই অবস্থায় যন্ত্রটি ইরানে করোনা মহামারি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।