ভারতের বাজারে লিংকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে এল চর্বনযোগ্য ভিটামিন সি + জিংক ট্যাবলেট। জিংক-সহযোগে প্রস্তুত এই ট্যাবলেট স্বাভাবিকভাবে রোগপ্রতিরোধক ক্ষমতা ও অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি বাড়িয়ে তোলে ও কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগায়। উল্লেখ্য, ভারতে ভিটামিন সি ও জিংক ট্যাবলেটের বাজারের আনুমানিক আয়তন প্রায় ১৫০ কোটি টাকা এবং তা বার্ষিক ১৫ শতাংশ হারে বেড়ে চলেছে।
বর্তমান কোভিড-১৯ অতিমারির সময়ে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ইমিউনিটি ও ইমিউনিটি বুস্টার প্রয়োজন, একথা উল্লেখ করে লিংকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হোল-টাইম ডিরেক্টর আশিস আর প্যাটেল বলেন, ভিটামিন-সি ও জিংক ট্যাবলেট এখন প্রতিদিনই সকলের দরকার। এই নতুন ট্যাবলেট লঞ্চের মাধ্যমে তারা মানুষের স্বাস্থ্যরক্ষার প্রয়োজন মেটাতে চান। চর্বনযোগ্য ও সুগন্ধী এই ট্যাবলেট বয়স্ক ও শিশু রোগী এবং ভ্রাম্যমান রোগীদের উপযোগী কারণ জলের প্রয়োজন হয় না এই ট্যাবলেট সেবনের জন্য ।