ইভিএম মেশিনের ব্যবহার সম্পর্কে গম্ভীরা গানের মাধ্যমে সচেতনতা মূলক প্রচারের উদ্যোগ নিল প্রশাসন

দুর্গম গ্রামে গিয়ে প্রান্তিক স্তরের মানুষদের ভিভিপ্যাড এবং ইভিএম মেশিন সম্পর্কে গম্ভীরা গানের মাধ্যমে সচেতনতা মূলক প্রচার তুলে ধরার উদ্যোগ নিল প্রশাসন। কিভাবে ভোট দিবেন , ভোট দেওয়ার পর ইভিএম মেশিনে কত সময়ের মধ্যে সংকেত দেখাবে, একজন ভোটার তার মন পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন সেটি কিভাবে জানতে পারবেন, এই ধরনের বিভিন্ন সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরা হয় সাধারণ গ্রামীণ এলাকার মানুষের কাছে।  বৃহস্পতিবার সকালে মানিকচক ব্লকের ভূতনি গোবরধনটোলার দুর্গম এলাকাগুলিতে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাডের ব্যবহারের বিষয়ে  নির্বাচন কমিশনের অধীনস্থ মালদা মানিকচক ব্লকের কর্তারা সচেতনতামূলক প্রচার চালান। সেখানেই গম্ভীরা গান এবং ডোমনি গানের মাধ্যমে ইভিএম মেশিন ব্যবহারের প্রচার তুলে ধরা হয়। এই ধরনের লোকসংগীত  ওইসব এলাকায় খুব  চাহিদা রয়েছে, তাই সংশ্লিষ্ট এলাকার ভোটারদের সচেতন করতেই এই ধরনের লোকসংগীতের মাধ্যমে  প্রচার শুরু করেছে প্রশাসন। 

এদিন সকালে ভুতনি থানার গোবরধনটোলা গ্রামে যান নির্বাচন কমিশনের অধীনস্থ মানিকচক ব্লকের প্রশাসনিক কর্তারা। গোবরধনটোলা গ্রামটি অত্যন্ত দুর্গম। সেই গ্রামের খেটে খাওয়া দিনমজুরদের সামনে ভিভিপ্যাড এবং ইভিএম মেশিনের ব্যবহার সম্পর্কে নানান বিষয় তুলে ধরেন প্রশাসনের কর্তারা । পাশাপাশি গম্ভীরা গান দেখতেও প্রচুর মানুষ ভিড় করেন । সেই গম্ভীরা গানের মাধ্যমে একজন ভোটদাতা কিভাবে ভিভিপ্যাড বা ইভিএম মেশিন ব্যবহার করবে সেটিও তুলে ধরা হয়।

মানিকচক ব্লকের অফিসার ইনচার্জ সৃজিতা ঘোষ বলেন , ইভিএম মেশিনে ভোট দানের পর সেই ভোটদাতা কিভাবে জানতে পারবেন তার ভোটটি সঠিকভাবে হয়েছে কিনা । এজন্য সাত সেকেন্ড পর্যন্ত দেখার সময় পাবেন। নিজের ভোট নিশ্চিত করার জন্য কিভাবে ইভিএম মেশিন ব্যবহার করতে হয়, এইসব নানান বিষয় এদিন প্রচারে তুলে ধরা হয়েছে। যেহেতু এসব এলাকায় গম্ভীরা গানের ঐতিহ্য মানুষের মধ্যে রয়েছে।  তাই সেই গম্ভীরা গানের দ্বারা হাস্যকৌতুকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ভোট দান সম্পর্কিত সচেতনতা মূলক প্রচার তুলে ধরা হয়েছে। এই ধরনের কর্মসূচি এখন অব্যাহত থাকবে।