ইনস্টাগ্রামে বাহুবলীর পোষাকে ছবি পোস্ট করলেন ডেভিড ওয়ার্নার।

ডেভিড ওয়ার্নার-কে কোনওভাবেই থামানো যাচ্ছে না। তাঁর টিকটক ভিডিওর সিরিজ চলছেই। টিকটকে ভিডিও করছেন আর তা ইনস্টাগ্রামে পোস্ট করছেন যা নিয়ে উত্‌তেজিত সমর্থকরা। অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান ইনস্টাগ্রামে তাঁর নিজের একটি ছবি পোস্ট করেন যেখানে তাঁকে দেখা যাচ্ছে রাজার পোষাকে অনেকটা বাহুবলীতে যে পোষাক পরেছিলেন অভিনেতা প্রভাস। তিনি লেখেন, ‘‘কার পোষাক আপনার বেশি ভালো লাগছে?” যা দেখে ফ্যানরাও তাঁকে যোগ্য জবাব দিলেন। সেখানে এক ফ্যান লিখলেন, ‘‘ডেভিডবালি।”

সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি সচল। বিশেষ করে করোনাভাইরাসের দাপটে যখন সবাই গৃহবন্দি, বিশ্ব জুড়ে বন্ধ সব ধরনের খেলা তখন তিনি নিয়মিত তাঁর ফ্যানদের এন্টারটেইন করে চলেছেন। প্রতিদিনই টিকটক ভিডিওয় কিছু না কিছু কর্মকাণ্ড ঘটাচ্ছেন এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। আবার কখনও কাউকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন।

তিনি তামিল গানের তালে নাচে মাতলেন। যেখান তাঁর সঙ্গে যোগ দিলেন স্ত্রী ক্যান্ডিস ও মেয়ে ইন্ডি। শনিবার তিনি ইনস্টাগ্রামে স্ত্রী, কন্যাকে নিয়ে তামিল গানে নাচের ভিডিও পোস্ট করলেন।

ওয়ার্নারের এই ভিডিও দেখে দক্ষিণ ভারতের ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত। অনেকেই বিভিন্নভাবে তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এক ফ্যান লিখেছেন, ‘‘ভালবাসা তামিলনাড়ু ভাইয়ের পক্ষ থেকে।”

‘‘ডেভিড তোমার একটা আলাদা লেভেল রয়েছে,” লিখেছেন একজন।