ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য চালু ডিজিটাল ডিভাইস পঠনপাঠন

করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ। করোনা অতিমারীর জেরে শিক্ষার্থীদের কথা ভেবেই এবার ট্যাব-সহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস-এর মাধ্যমে বিকল্প পঠনপাঠন শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (MAKAUT)। নিয়মিত পড়াশোনা থেকে পরীক্ষা, সবটাই বিকল্প পথে করতে চাইছে এই বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈকত মিত্র জানিয়েছেন, ইঞ্জনিয়ারিং কলেজগুলির পাশাপাশি ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়ারাও যাতে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন তার জন্য বিভিন্ন কলেজের কাছে আবেদন রাখা হবে। সূত্রের খবর, পরিকল্পনা কার্যকর করতে ইতিমধ্যেই শিক্ষা দফতরকে চিঠি দিয়েছে রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।