আসামের বুনো হাতি বাঁচাতে উদ্যোগ

সম্প্রতি প্রকাশিত ‘লিভিং প্ল্যানেট রিপোর্ট ২০২০’ জানাচ্ছে গত ৪৬ বছরে জৈববৈচিত্র্য ধ্বংসের ফলে বিশ্বে বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস পেয়েছে ৬৮ শতাংশ। এশিয়ান এলিফ্যান্ট মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক বজায় রাখতে জঙ্গল ও ঘাসবনের সামঞ্জস্য রক্ষা করে। কিন্তু বনাঞ্চল হ্রাস পাওয়া ও চলাফেরার স্থান সঙ্কুচিত হওয়ার ফলে মানুষের সঙ্গে বিরোধ বাড়ছে ও উভয় তরফেরই ক্ষতি হচ্ছে। 

পার্নড রিকার্ড ইন্ডিয়া ও ডব্লিউডব্লিউএফ ইন্ডিয়া আসামে মানুষ ও হাতির বিরোধ নিয়ন্ত্রণের মাধ্যমে এশিয়ান এলিফ্যান্ট সংরক্ষণের কাজে উদ্যোগী হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কামরূপ, শোনিতপুর, বিশ্বনাথ ও নগাঁও জেলার ১৫০টি গ্রামে স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতির কার্যকর নিয়ন্ত্রণের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে। আসামে মানুষ-হাতির বিরোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রায় দুই দশক ধরে ডব্লিউডব্লিউএফ ইন্ডিয়া’র অভিজ্ঞতার ভিত্তিতে এই প্রকল্পটি রচিত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আসাম বন বিভাগের সহযোগিতায় রূপায়িত কিছু পদক্ষেপ থেকে দেখা গেছে বাসিন্দাদের ও বিপন্ন এশিয়ান এলিফ্যান্টদের সুরক্ষার জন্য এইরকম প্রকল্প কতটা সম্ভাবনাময়। একটি ‘সেফ এলি-ফেন্স’ ম্যানুয়াল তৈরি করে বাসিন্দাদের স্বল্পব্যয়ের এলিফ্যান্ট-সেফ সোলার-পাওয়ার্ড বেড়া নির্মাণের জন্য প্রশিক্ষণ, উপকরণ ও সহায়তা দেওয়া হবে। এছাড়া, আসামের রাজ্য বন বিভাগের সহযোগিতায় এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে বনকর্মীদের প্রশিক্ষণ।