আসন্ন স্বাধীনতা দিবসে ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী

চলতি মাসেই স্বাধীনতা দিবস। এই দিনেই সমস্ত অলিম্পিয়ানদের লাল কেল্লায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধামন্ত্রী। ভারতীয় অলিম্পিয়ানদের আমন্ত্রণ জানানো হয়েছে প্রধমন্ত্রীর তরফে। সেদিন প্রত্যেক অ্যাথলিটদের সঙ্গে আলাদা করে কথাও বলবেন প্রধামন্ত্রী। ভারতের গর্ব, অলিম্পিক পদকজয়ী মীরাবাঈ চানু, পিভি সিন্ধুদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ অগাস্ট লালকেল্লায় তাঁদের সংবর্ধনা দেবেন তিনি। যদিও শুধু পদকজয়ীরা নন, এবারের অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে বিশেষ সম্মান জানানো হবে স্বাধীনতা দিবসের দিন। এমনটাই জানা গিয়েছে প্রধানমন্ত্রীর দফতর মারফত।

উল্লেখ্য যে, ভারত থেকে ১২৯ জন অলিম্পিকে অংশ নিয়েছেন। জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করবেন এবং তাঁদের সঙ্গে কথা বলবেন। স্বাধীনতা দিবসের কর্মসূচির পর ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রীর বাসভবনেও যাবেন। উল্লেখ্য যে, টোকিও রওনা দেওয়ার আগে ভারতীয় অ্যাথলেটদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মধ্যে কথা বলেছিলেন মোদি। এই ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।