আলিপুরদুয়ারঃসকাল সকাল লোকালয়ে বাইসন প্রবেশ করে তাণ্ডব চালালো । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে আলিপুরদুয়ার ভোলারডাবরি এলাকায় এদিন সকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বাইসন ভোলারডাবরি এলাকায় প্রবেশ করে। বাইসনটি এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় । গ্ৰামবাসীরা বনদপ্তরে খবর দেয় ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর পূর্ব,দমনপুর পশ্চিম রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছায় । বনকর্মীরা বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করে বনকর্মীরা বাইসনটিকে উদ্ধার করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে নিয়ে যায়।
আলিপুরদুয়ার ভোলারডাবরি এলাকায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে প্রবেশ করে তাণ্ডব চালালো বাইসন
