আলিপুরদুয়ারে রেল পরিষেবার উন্নতিকরণে রেল মন্ত্রীকে চিঠি বারলার

ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানগুলি দার্জিলিংয়ের পরেই লোকমনে আনন্দ জাগায়। চাবাগান, অভয়ারণ্য সেইসঙ্গে এখানকার আদিম জনজাতির বসবাসের নিরিখে এই ডুয়ার্স এলাকা গুরুত্বপূর্ণ।কিন্তু সেই নিরিখে এখানে যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত নয়। এই যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণের দাবিতে এবার রেল মন্ত্রীকে চিঠি দিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা।

জানা গেছে, আলিপুরদুয়ারের সাংসদ জণ বারলা নিজের সংসদীয় ক্ষেত্রের রেল পরিষেবার উন্নতিকরণের লক্ষ্যে রেল মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া সম্মিলিত চিঠি গত 27 তারিখ প্রেরণ করেন। এবং সেই বিষয় নিয়ে আলিপুরদুয়ারের এডিআরএম এর সঙ্গে আজ সকালে একটি বৈঠক করেন ও পরবর্তীতে দুপুর একটার সময় ভার্চুয়াল মিটিংয়ে রেলমন্ত্রীর সামনে সেই সমস্ত বিষয়ে আরো একবার তুলে ধরেন। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জন বারলা কে সমস্ত বিষয় নিয়ে আশ্বস্ত করেন, এবং বলেন রেল মন্ত্রক তার পাঠানো দাবি-দাওয়া নিয়ে বিচার করছে। কিছু ট্রেনের স্টপেজ কোথাও ফ্লাইওভার এবং কিছু নতুন ট্রেন চালুর ব্যাপারে দুজনের মধ্যে কথা হয়।