আর্থিক বঞ্চনার বিরুদ্ধে ফের সরব অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি কর্পোরেশনে সিপিএম বোর্ড এবং মেয়র থাকাকালীন সময় থেকেই বারবার বঞ্চনার অভিযোগ তুলেছিলেন রাজ্যসরকারের বিরুদ্ধে। কর্পোরেশনের মেয়াদ শেষে এবার রাজ্যের দ্বারা কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। আজ ফের সাংবাদিক সম্মেলন ডেকে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে তোলেন শিলিগুড়ির বিধায়ক তথা কর্পোরেশনের বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্য। অশোক ভট্টাচার্যের অভিযোগ আগে সিপিএমের বোর্ড থাকাকালীন রাজ্য সরকার শিলিগুড়ির প্রতি বঞ্চনা করেছেন। মেয়াদ শেষে তাঁরাই আমাকে প্রশাসক মনোনীত করেও শিলিগুড়ির জন্য কিছুই করছে না রাজ্য সরকার।অশোক বাবুর অভিযোগ শুধুমাত্র বিরোধী দল বলে আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত করছে রাজ্যসরকার।শুধু তাই নয়,দ্রুত নির্বাচনবিধী মেনে বিধানসভা ভোটের আগে রাজ্যের ১১০ টি পুরসভায় নির্বাচনের দাবি জানালেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য।