আরইপিএল: জাতীয় সড়ক উন্নয়ণে কনসাল্টেন্ট

গত ১৯ আগস্ট দিল্লিতে স্বাক্ষরিত এক চুক্তি অনুসারে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মণিপুরে এনএইচ-৩৯ ও এনএইচ-১০২সি-এর কিছু অংশ সম্প্রসারন ও উন্নয়ণের জন্য রুদ্রাভিষেক এন্টারপ্রাইজেজ লিমিটেড-কে (আরইপিএল) সুপারভিশন কনসাল্টেন্ট হিসেবে নিয়োগ করেছে। প্রোজেক্টটির সময়সীমা দুইটি পর্যায়ে বিভক্ত – নির্মাণের জন্য ২ বছর ও রক্ষণাবেক্ষনের জন্য ৫ বছর।

প্রোজেক্টটি হল মণিপুরে এনএইচ-৩৯’এর ইম্ফল-মোরে (২৯.৭৩১ কিমি) সেকশনের সম্প্রসারন ও উন্নয়ণ। তাছাড়া, এনএইচ-৩৯’এ ইন্ডো-মায়ানমার সীমান্তের নিকটে পেভড শোল্ডার-সহ ২-লেন বিশিষ্ট মোরে বাইপাসের (২.৫২ কিমি) নির্মাণ এবং এনএইচ-১০২সিতে পালেল-চান্দেল সেকশনে (১৮.২৯২ কিমি) ২-লেন বিশিষ্ট হার্ড পেভড শোল্ডার-সহ সম্প্রসারন ও মজবুতিকরণ। মণিপুরে জাতীয় সড়কের মোট কাজের পরিমাণ ৫০.৫৪৩ কিমি এবং ব্যয় হবে ৪৪৯.৭৮ কোটি টাকা। এই প্রোজেক্ট রূপায়ণের ফলে যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে। উল্লেখ্য, বর্তমানে আরইপিএল উত্তরপূর্বাঞ্চলে নিয়োজিত রয়েছে ইটানগর স্মার্ট সিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রোজেক্ট ম্যানেজমেন্ট কনসাল্টেন্ট রূপে।