আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েও ক্ষতিপূরণ পাননি এমন বাসিন্দাদের জন্য ফের সাহায্যের হাত বাড়িয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার। ক্ষতিপূরণ চেয়ে রাজ্যের ৬ জেলা থেকে প্রায় ৫ লক্ষ ৭০ হাজার আবেদন জমা পড়েছে। আমফানের ক্ষতিপূরণ মেটাতে ইতিমধ্যে প্রায় ১ হাজার ৫৫৭ কোটি টাকা খরচ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তার পরেও এত আবেদন জমা পড়ে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে নবান্নের আধিকারিকদের কপালে।
তালিকায় নাম রয়েছে হাওড়া, হুগলি ও কলকাতা পুর এলাকার আবেদনকারীদের। সব থেকে বেশি আবেদন জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে। এই জেলার প্রায় ২ লক্ষ ৭ হাজার মানুষ ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা করেছেন। এর পরই দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৪৭ হাজার। আর উত্তর ২৪ পরগনা জেলায় আবেদন করেছেন ১ লক্ষ ৭০ হাজার মানুষ। জানানো হয়েছে, ঝাড়াই–বাছাই করে এবং ১৯ অগস্ট এর চূড়ান্ত তালিকা দেওয়া হবে ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে।