আবারও চিন্তা বাড়াচ্ছে দেশের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

দীর্ঘ বেশ কয়েকদিন দিন স্বস্তি দেওয়ার পর আবারও ঊর্ধ্বমুখী হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই নিয়ে নতুন করে বাড়ছে উদ্বেগ। ফের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে। পর পর চার দিন দেশে রোজ আক্রান্ত হচ্ছেন ৪০ হাজারের বেশি মানুষ। শুধু তাই নয়, এই নিয়ে টানা বেশ কয়েকদিন বাড়ছে অ্যাকটিভ কেসও। যা আশঙ্কা বাড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন। দেশের এই নতুন আক্রান্তের অধিকাংশই হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টাতেও সেখানে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৭২ জন। বাকি সব রাজ্যেই তা ১০ হাজারের কম।

 এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৬ লক্ষ ১৩ হাজার ৯৯৩। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৭ হাজার ২৯১ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭ লক্ষ ৮১ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জন।