আবারও চমক দিতে চলছে ভাইজান

খুশির খবর ভাইজান ভক্তদের জন্য। নতুন ধামাকা পেতে চলেছে ভাইজান ভক্তরা। বিনোদন জগতে ফের নতুন ধামাকা নিয়ে হাজির হতে চলেছেন ভাইজান। ঈদ মানেই সালমান খান এর ছবি। ২০২২ সালের দিওয়ালিতে ছবি মুক্তির কথা রয়েছে আগামী ছবি ‘ভাইজান’ – এর। প্রথমে এই ছবির নাম রাখা হয় ‘কভি ইদ কভি দিওয়ালি’ পরে আবার তা বদলে রাখা হয় ‘ভাইজান’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পূজা হেগড়ে এবং সলমন খান। এছাড়াও ছবিতে রয়েছেন আয়ুষ শর্মা, জাহির ইকবাল, অসীম রিয়াজ। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সলমন তাঁর পানভেল ফার্ম হাউসে ছবির কাস্টের সঙ্গে একটি ফটোশ্যুট করবেন ফারহান শামজির আসন্ন ছবির। বর্তমানে সলমন খানের হাতে রয়েছে ৬টি ছবির কাজ।

এই ছবিতে নাকি সলমানকে দেখা যাবে ক্লিন শেভেন লুকে। পরনে থাকবে ডেনিম ও সাদা কুর্তা। অ্যাকশন-কমেডি এক জনপ্রিয় তামিল ছবির অফিশিয়াল রিমেক হবে এই ছবি। বখরি ঈদ উপলক্ষ্যে ২১ জুলাই ফরহাদ সামজির সঙ্গে সলমন খান তাঁর ছবির প্রথম পোস্টারটি প্রকাশ্যে আনবেন।