আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্সের নতুন প্ল্যান

 আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স (এবিএসএলআই) লঞ্চ্‌ করেছে একটি নতুন প্ল্যান – এবিএসএলআই অ্যাসিয়োর্ড ফ্লেক্সি সেভিংস প্ল্যান। যেসব গ্রাহক নিশ্চিত সম্পদ ও সহজ লিকুইডিটি চান, এবিএসএলআই অ্যাসিয়োর্ড ফ্লেক্সি সেভিংস প্ল্যান তাদের জন্যই তৈরি হয়েছে। 

এই প্ল্যানের পলিসিহোল্ডারগণ সুবিধার পূর্ণ গ্যারান্টি পাবেন ও যেকোনও সময়ে প্রয়োজন অনুসারে তাদের অর্থ তুলতে পারবেন, যা ইন্স্যুরেন্স মার্কেটে আগে কখনও দেখা যায়নি। লাইফ কভার ছাড়াও এই প্লানের দ্বারা গ্রাহকগণ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা রূপায়ণের সুবিধা পাবেন এবং হঠাৎ প্রয়োজন বা অপরিকল্পিত অর্থের প্রয়োজন মেটাতে পারবেন। এবিএসএলআই অ্যাসিয়োর্ড ফ্লেক্সি সেভিংস প্ল্যান একটি সম্পূর্ণ গ্যারান্টিড, নন-লিংকড নন-পার্টিসিপেটিং লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। এই প্ল্যান পলিসিহোল্ডারদের বার্ষিক আয়ের জোগান দেয়, যা ১০ বা ১২ বছর ধরে পলিসির মেয়াদ সমাপ্ত হওয়া পর্যন্ত জমা হতে থাকে। এই বার্ষিক আয় প্রতিবছর ৫% হারে ‘ইনকাম বুস্টার’ হিসেবে যোগ হতে থাকে সঞ্চয়ের সঙ্গে, যদি তা তুলে নেওয়া না হয়। জমাকৃত অর্থরাশি প্রয়োজন অনুসারে তোলার ব্যবস্থা আছে। এছাড়া, পলিসি ম্যাচিউরিটির সময়ে এই প্ল্যান মোট প্রিমিয়ামের ১১০% রিটার্ন দেয় পলিসিহোল্ডারকে। সেইসঙ্গে পলিসিতে জমা অর্থরাশির উপরে ‘ওয়ান-টাইম লয়াল্টি’ও পাওয়া যায়।