আত্মহত্যা করেছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর

সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর অশ্বিনী কুমারকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর সিমলার বাড়িতে। বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করেছেন তিনি। ১৯৭৩ ব্যাচের আইপিএস অশ্বিনীকুমার ২০০৮ সালে সিবিআইয়ের ডিরেকটর হন। তিনি গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তাঁর আমলেই আরুষি হত্যা মামলার তদন্ত করেছিল সিবিআই। সিবিআই থেকে অবসরের পর নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন তিনি। হিমাচলপ্রদেশের ডিজিও ছিলেন তিনি।