আজ সংঘর্ষস্থলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষোভে, দুঃখে স্তব্ধ গোটা দেশ। গত শনিবার ছত্রিশগড় রাজধানী রায়পুর থেকে ৪০০ কিলোমিটার দূরে সুকমা বিজাপুর সীমান্তে মাওবাদীদের সংঘর্ষে ২২জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন। এই ঘটনার জেরে আজ সোমবার সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখতে বিজাপুর যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন পরিস্থিতিতে অসমের নির্বাচনী প্রচারে কাটছাঁট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ বলেছেন, মাওবাদীদের সঙ্গে লড়াই চলবে এবং চূড়ান্ত পরিণতি পাবে এই লড়াই। তা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। প্সঙ্গত, উল্লেখ্য, গত ৩ এপ্রিল প্রায় ৩০০ মাওবাদীদের একটি দল অতর্কিতে এই হামলা চালায়।