আচমকাই বড়ো ঘোষণা কলকাতার প্রাক্তন মেয়রের

জল্পনা উঠল তুঙ্গে। রাজনীতিতে ত্রিকোণ প্রেমের এই গল্প বহু চর্চিত। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বার বার কথা হয়েছে রাজনীতিতে। এবার নয়া মোড় নিল শোভন-বৈশাখী অধ্যায়। অন্যমাত্রা পেল তাদের সম্পর্ক। রাজনীতি ও পরিবারের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই রীতিমতো বোমা ফাটালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। নিজের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে লিখে দিয়েছেন। গোলপার্কের ফ্ল্যাট নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে টানাপড়েনের মধ্যে এমনটাই ঘোষণা করলেন কলকাতার প্রাক্তন মেয়র। তাঁর অবর্তমানে নয়, এখন থেকেই সব সম্পত্তির মালিক বৈশাখীদেবী। শোভন এবং বৈশাখীর বন্ধুত্ব নিয়ে চর্চার অন্ত নেই।

বুধবার সকালেই প্রোফাইলের এর নাম বদলে ভারচুয়াল জগতে এক নতুন ইনিংস শুরু করেছেন শোভন-বৈশাখী। প্রায় চার বছর ধরে এক ছাদের নীচে ‘সংসার’ শোভন-বৈশাখীর। আর এই ‘নতুন পথচলা’ শুরুর দিনই শোভনবাবু বড় ঘোষণা করেছেন। ভাল-মন্দে সবসময়ই একে অপরের পাশে থেকেছেন। আনন্দ যেমন একসঙ্গে সেলিব্রেট করেছেন, তেমন দুঃসময়েও পরস্পরের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। তবে আইনি পথে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি শোভনের।