আগামী ৩১ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকছে পাহাড়

আগামী ৩১ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকছে পাহাড়ের দরজা। এমনটাই জানালেন জিটিএ চেয়ারম্যান অনীত থাপা। পূর্ণাঙ্গ লকডাউন থাকছে দার্জিলিং জেলার ৮৪টি কনটেনমেন্ট জোনে। দিন দিন করোনা সংক্রমণের সংখ্যা যে হারে বেড়ে চলেছে তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ততদিন পর্যন্ত পাহাড়ে পর্যটকদের প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে

তিনি বলেছেন, ‘শিলিগুড়ির তুলনায় পাহাড় অনেকটাই নিরাপদ। তবে এই নয় যে আমরা এই ভাইরাস থেকে মুক্ত। পাহাড়ে এই ভাইরাসের সংক্রমণ রুখতে হলে আমাদের বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে।