আগামী ২৪ ঘন্টায় উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এর ফলে উত্তরবঙ্গে শীত জাকিয়ে নামতে পারে বলে খবর। এমনই পূর্বাভাস দিলেন জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞানীরা।
জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানান কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী স্বপনকুমার রায়। শুক্রবার দুপুরে তিনি বলেন, আকাশে কিছুটা মেঘ জমে থাকার কারণে গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টিপাত হওয়ার পর তাপমাত্রা ফের কমে যাবে। তখন নতুন করে হালকা শীতের আমেজ উপভোগ করতে পারবেন সকলে।