দীর্ঘদিনের প্রকল্প পাতালপথে। নোয়াপাড়া থেকে কবি সুভাষ, শহরের উত্তর-দক্ষিণ সংযোগকারী এই দীর্ঘ পথ সম্প্রসারিত হচ্ছে আরও। সেই কাজ প্রায় শেষের মুখে। উত্তরের দিকে দক্ষিণেশ্বর পর্যন্ত তৈরি হবে পাতালপথ। আগামী বছরের গোড়াতেই যাতে তা চালু করা হবে। খুব শিগগিরই চালু হবে দক্ষিণেশ্বর পাতালপথ। দক্ষিণেশ্বর দর্শনার্থীদের আশ্বাস দিয়ে টুইট করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। শহরের পূর্ব-পশ্চিমের কিছুটা অংশ জুড়েছে পাতালপথে। শিয়ালদহ-জোকা পর্যন্ত সম্প্রসারিত হবে পাতালপথ।