আগামী তিন বছরে দুটো বিশ্বকাপ জয়ের স্বপ্ন রোহিত শর্মার।

ভারতের ওপেনার রোহিত শর্মা মঙ্গলবার আরও একবার মনে করিয়ে দেন ভারতের সামনে আগামী তিন বছরে আরও বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে। ডানহাতি এই ব্যাটসম্যান ২০১৯ বিশ্বকাপে দুরন্ত ব্যাটিং করে সর্বোচ্চ রানের তকমা নিজের দখলেই রেখেছিলেন।মাত্র নয় ম্যাচে ৬৪৮ রান করেছিলেন তিনি, গড় ৮১.০০। কিন্তু তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে সেরাটা দিতে পারেননি। দল হেরে ছিটকে গিয়েছিল।তবে এখনও তিনি বিশ্বাস করেন ভারত বিশ্বকাপ জিততে পারে। সুরেশ রায়নার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে রোহিত বলেন, ‘‘বিশ্বকাপ জেতা সহজ কাজ নয়, তুমি যখন ওই টুর্নামেন্টটা জিতবে সেই অনুভূতিটা আলাদা। আবেগ জরিয়ে থাকে। সাত-আটটি দলকে হারানো কঠি‌ন এবং বিশ্বকাপ জেতা। কিন্তু যখন বিশ্বকাপ জেতা যায় সেই তখন আনন্দ দ্বিগুন হয়ে যায়।”

তিনি আরও বলেন, ‘‘আমার মনে হয় আমাদের সামনে সুযোগ রয়েছে। কারণ আমাদের সামনে দুটো টি২০ বিশ্বকাপ ও একটি ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। এবং আমি অনেকবার বলেছি যে আমাদের দুটো বিশ্বকাপ জেতাই উচিৎ।”

বিশ্বে একমাত্র রোহিত শর্মার দখলেই রয়েছে তিনটি ডবল সেঞ্চুরি একদিনের ক্রিকেটে। এ ছাড়া ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে তাঁরই দখলে। ইডেন গার্ডেন্সে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন।

গত বছরের বিশ্বকাপে তিনিই প্রথম ক্রিকেটার যিনি পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। যে কোনও একটি বিশ্বকাপে এটাই সর্বোচ্চ।

টেস্ট ক্রিকেটেও এতদিন পর সুযোগ পেয়ে নিজেকে প্রমান করেছেন তিনি। আইপিএল হলে তাঁরে মুম্বই ইন্ডিয়ানের অধিনায়ক হিসেবে দেখা যাবে মাঠে। আইপিএল-এর ইতিহাসে তিনিই সফলতম অধিনায়ক। তার পর রয়েছেন এমএস ধোনি।

এবারের আইপিএল ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের জন্য তা অনির্দিষ্ট কালের জন্য স্থগি রাখা হয়েছে।