আগামীকাল থেকে খুলছে বেঙ্গল সাফারি

আনলক ফাইভ পর্বে আরো ছাড় ঘোষণা কেন্দ্র ও রাজ্যপ্রশাসনের । পর্যটনেও মিলছে ছাড়। কোভিড এর বিধিনিষেধ মেনে আগামীকাল থেকে খুলে যাচ্ছে বেঙ্গল সাফারি সহ রাজ্যের একাধিক পার্ক, অভয়ারণ্য। তবে মানতে হবে কোভিড গাইডলাইন। জানা গেছে আগামীকাল পার্ক খোলার আগে বেঙ্গল সাফারির কর্মচারীরা বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

দীর্ঘ সাত-আট মাস পর পর্যটকদের সামনে পার্ক খোলার আগে চলে স্যানিটাইজেশনের কাজ। এছাড়াও কোভিড পরিস্থিতিতে গাইডলাইন মেনে কিভাবে পর্যটকদের ঘোরানো হবে সেবিষয়ে আজ মকড্রিলের আয়োজন করে বলে বেঙ্গল সাফারি সূত্রে জানা গিয়েছে। বেঙ্গল সাফারির অধিকর্তা বাদল দেবনাথ জানিয়েছে নকরোনায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের টিকিট কাটার জন্য শারীরিক দূরত্ব, স্যানিটাইজার, মাস্ক এর বিষয়গুলির উপর নজর দেওয়া হবে