আক্রান্তের রেকর্ড ৪০ লাখ ছুঁতে চলেছে ভারতে

গত এক সপ্তাহ ধরে নতুন আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ছাড়িয়েছে দেশে। করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় আমেরিকা ও ব্রাজিলের পরে এখনও বিশ্বে তিন নম্বর স্থানেই রয়েছে ভারত। ৩৬ লাখ ৯১ হাজার ১৬৬ সংক্রমণ দেশে। আজ, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে দেখা গেছে, একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৯২১ জন।

মৃতের সংখ্যাতেও বিশ্বে তিন নম্বরে রয়েছে ভারত। করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৯ জনের। আমেরিকায় ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজারের কাছাকাছি, ব্রাজিলে ১ লাখ ২১ হাজার।

কেন্দ্রের বুলেটিনে ইতিবাচক দিক হল মৃত্যুহার কমে যাওয়া। দেশে এখন কোভিড ডেথ রেট বা মৃত্যুহার ১.৭৭%। সুস্থতার হারও বেশি। গত ২৪ ঘণ্টায় ৬৫ হাজারের বেশি রোগী করোনা সারিয়ে সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৭৬.৯৪%। যদিও স্বাস্থ্যমন্ত্রক এখন জানাচ্ছে, কোভিড পজিটিভিটি রেট ফের কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কেন্দ্রের লক্ষ্য হল এই পজিটিভিটি রেট পাঁচ শতাংশের মধ্যে বেঁধে ফেলা।