আইসিআইসিআই প্রু আগামীকালের জন্য নিশ্চিত আয়’

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স একটি লক্ষ্য-ভিত্তিক সেভিংস প্রোডাক্ট লঞ্চ করল – ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো’। এর মাধ্যমে পলিসি হোল্ডারদের আয়ের নিশ্চয়তা প্রদান করা হবে। এই নন-পার্টিসিপেটিং সেভিংস প্রোডাক্টটি ভবিষ্যতের আয় সংক্রান্ত অনিশ্চয়তা থেকে অনেকাংশে রক্ষা করবে। লাইফ কভারের কারণে পরিবারের আর্থিক সুরক্ষাও নিশ্চিত হবে, যা আর্থিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। 

নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এই সেভিংস প্রোডাক্টটির তিনটি ভেরিয়েন্ট রয়েছে – ইনকাম, আর্লি ইনকাম ও সিঙ্গল পে লাম্পসাম। ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড ইনকাম ফর টুমরো’ প্রকল্পটির আরেকটি অভিনব দিক হল ‘সেভ দ্য ডেট’ ফিচার। এর দ্বারা গ্রাহকরা তাদের নির্দিষ্ট কোনও বিশেষ দিন থেকে আয় শুরু করতে পারবেন, যেমন বিবাহ বার্ষিকী, স্বামী বা স্ত্রীর জন্মদিন ইত্যাদি।