আইপিএল টাইটেল স্পনসরে এগিয়ে টাটা !

সেপ্টেম্বরের মাঝামাঝিতে বিদেশের মাটিতে আইপিএল ঢাকে কাঠি পরার আগে আজ স্পনসর নিয়ে চূড়ান্ত ঘোষণা করবে বোর্ড ।ভিভোর সঙ্গে বিচ্ছেদের পর নতুন স্পনসর খুঁজে নিতে চলেছে বিসিসিআই। আজই সম্ভবত ২০২০ সালের আইপিএলের জন্য টাইটেল স্পনসর ঘোষণা করে দিতে পারে বোর্ড।

আইপিএলের মূল স্পনসর হওয়ার দৌড়ে এবছর সবচেয়ে এগিয়ে টাটা গোষ্ঠী। রিলায়েন্স জিও বা আদানি গোষ্ঠী বা পতঞ্জলীর মতো একাধিক দেশীয় সংস্থা লড়াইয়ে থাকলেও সুনামের দিক থেকে টাটা গোষ্ঠীই সবার চেয়ে এগিয়ে। বিসিসিআইয়ের সঙ্গে এই গোষ্ঠী জুড়লে বোর্ডের আইপিএল টুর্নামেন্টেরও ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়ে যেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

এছাড়া আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে আমাজন, কোকাকোলা,আনঅ্যাকাডেমি, জিওর মতো নামি সংস্থারাও লড়াইয়ে রয়েছে। শেষ পর্যন্ত এবছরের আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড কোন সংস্থা বেছে নেয়, আজ সন্ধ্যেতেই সম্ভবত তা জানা যেতে চলেছে।