আইনি গেরোয় ওয়েবসিরিজ মিরজাপুর

আমাজন প্রাইমের একের পর এক ওয়েবসিরিজ জড়াচ্ছে আইনি গেরোয়। তাণ্ডবের পরে এবার বিপাকে অন্যতম জনপ্রিয় ওয়েবসিরিজ মিরজাপুর। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের মিরজাপুরের এক বাসিন্দা এই ওয়েবসিরিজের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছিলেন। সেই জনস্বার্থ মামলার ভিত্তিতেই এবার ওয়েবসিরিজের নির্মাতাদের জন্য বিজ্ঞপ্তি জারি করল সুপ্রিম কোর্ট।

এছা়ড়াও যেসমস্ত ওয়েবসিরিজ বা ছবি আগামী দিনে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আসছে সেগুলির বিষয়বস্তু, কনটেন্ট যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। মিরজাপুরের ওই সাংবাদিকের দাবি ছিল, আমাজন প্রাইমের ওয়েবসিরিজ মিরজাপুর উত্তরপ্রদেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং বিশেষ এক গোষ্ঠীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।