শিলিগুড়ির করোনা পরিস্থিতি দিন কে দিন খুবই খারাপের দিকে যাচ্ছে। শিলিগুড়িতে প্রতিদিন যেহারে করোনা আনাক্রান্তের খোঁজ মিলছে তাতে গোষ্ঠী আক্রমনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা ।এর সমাধান খুঁজতে দরকার সম্পুর্ন লকডাউন ।তাই এই শৃঙ্খলকে ভাঙতে সিলিগুড়িতে সম্পুর্ন লকডাউন চাইছে একাধিক ব্যবসায়ী সংগঠন।
আংশিক লকডাউন নয়, শিলিগুড়িতে সম্পুর্ন লকডাউন চায় ব্যবসায়ী সংগঠনগুলি
