আইটিসি’র বি ন্যাচারাল ও অ্যামওয়ে ইন্ডিয়া হাত মেলালো ভারতে বি ন্যাচারাল+ রেঞ্জ চালু করার উদ্দেশ্য নিয়ে। বি ন্যাচারাল+ রেঞ্জের মাধ্যমে গ্রাহকদের রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে ফ্রুট-অ্যান্ড-ফাইবারের দ্বৈত-উপকার জোগাতে আগ্রহী বি ন্যাচারাল জুইস অ্যান্ড বেভারেজেস। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এতে যোগ করা হচ্ছে এমন একটি প্রমাণিত উপাদান, যা তৈরি করেছে আইটিসি’র লাইফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি সেন্টার (এলএসটিসি)। বর্তমানে ইমিউনিটির দিকে সকলের নজর নিবদ্ধ রয়েছে, সেকথা চিন্তা করেই এই উদ্যোগ। উপাদানটির কার্যকারিতা ৩ মাস ধরে পরীক্ষিত হয়েছে আইসিএমআর-এর গাইডলাইন অনুসারে এবং নথিবদ্ধ হয়েছে সিটিআরআই’য়ে। নতুন বি ন্যাচারাল+ রেঞ্জ দু’টি ভেরিয়েন্টে পাওয়া যাবে অরেঞ্জ ও মিক্সড ফ্রুট। ১ লিটার প্যাকে উপলব্ধ বি ন্যাচারাল+ রেঞ্জ (অরেঞ্জ ও মিক্সড ফ্রুট) পাওয়া যাবে ১৩০ টাকায়।
অ্যামওয়ে ও আইটিসি যৌথ উদ্যোগ
