অস্ত্র সহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার শিলিগুড়িতে

ডাকাতির উদ্দেশ্য ভেস্তে দিল এনজেপি থানার পুলিশ। সূত্রের মারফত পুলিশ জানতে পারে বৃহস্পতিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শান্তি পাড়া ব্যারাক কলোনি এলাকায় বেশ কয়েক জন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে।গোপন সূত্রে পাওয়া খবর এর ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বাহিনী।পুলিশের গাড়ি দেখে জনা পাঁচেক দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন দুষ্কৃতী।ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ধারালো অস্ত্র শস্ত্র এবং রড।

নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রূপ সরকার বাড়ি দেশবন্ধূপারা,অপর অভিযুক্তের নাম চিরঞ্জিত মন্ডল,বাড়ি ইস্টার্ন বাইপাস এলাকায়,এই ঘটনায় অভিযুক্ত পাপ্পু বর্মন এর বাড়ি কাশ্মীর কলোনি এলাকায়।পুলিশ তদন্তে জানতে পেরেছে এরা শান্তিপাড়া এলাকাতে ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল।ধৃতদের কে জিজ্ঞাসাবাদ করে বাকিদের কাছে পৌঁছতে চাইছে পুলিশ।অভিযুক্তদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।