পুনরায় বাঁচবার একভাগ ফিরে দেখতে চাই
ততক্ষণে রঙ্গমঞ্চ একেবারে কালো ।
হয়তো
দর্শকদের দীর্ঘদিনের কঠিন সমালোচনায়
বিরতি টেনেছে প্লট এবং চরিত্র উভয়ই ।
একরাশ অন্ধকার কেবল
ব্যর্থতার বুড়ো আঙ্গুল দেখিয়ে অনর্গল হাসছে ।
সময়ের প্রতিবন্ধকতা
অব্যাহত চেষ্টার বিরূপ প্রতিক্রিয়া
মনে করায়
প্রতিটি রাতে স্বপ্নের মৃত্যু ।
তবে, এখানেই কি যবনিকা পতন!
সমাগত অন্তিমকাল!
অথচ, কোনো এক অদৃশ্য বাঁধন অনবরত
তার সর্বশক্তি দিয়ে সিঞ্চিত করে চলেছে
দাঁড়াবার মনোবল ।
সে যে শাশ্বত ভালোবাসা
পতিতকেও নব ছাচে গড়তে পারে ঈশ্বরীয় প্রতিমায়।