অল-নিউ ফিফথ জেনারেশন হোন্ডা সিটি

হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেড তাদের অল-নিউ ফিফথ জেনারেশন হোন্ডা সিটি’র বিশদ বিবরণ প্রকাশ করল। গাড়িটি জুলাইয়ে লঞ্চের অপেক্ষায় রয়েছে। গ্রাহকদের মন জয় করার দিকে তাকিয়ে এই গাড়িতে হোন্ডার পরম্পরা, শ্রেষ্ঠত্ব ও মূল্যমান বজায় রাখা হয়েছে। হোন্ডা সিটি দেশের সেরা ও জনপ্রিয় সিডানগুলির অন্যতম, যার সঙ্গে জড়িয়ে রয়েছে হোন্ডা ব্র্যান্ডের নাম, সেই ফার্স্ট জেনারেশন হোন্ডা সিটি লঞ্চের সময় থেকে। ফিফথ জেনারেশন হোন্ডা সিটিতে মূর্ত হয়েছে স্টাইল, পারফর্ম্যান্স, স্পেস, কমফর্ট, কানেক্টিভিটি ও ইকোসিস্টেম। ইন্ডাস্ট্রি-ফার্স্ট হিসেবে হোন্ডা সিটি হল প্রথম কানেক্টেড কার, যার সঙ্গে আছে আলেক্সা রিমোট ক্যাপাবিলিটি। গ্রাহকদের জীবনের উচ্চাকাঙ্খা ও আত্মবিশ্বাস জুগিয়ে পথ চলার জন্য নতুন হোন্ডা সিটি হল এক ‘অ্যাম্বিশাস সিডান’। আলেক্সা রিমোট ক্যাপাবিলিটি-যুক্ত অল-নিউ ফিফথ জেনারেশন হোন্ডা সিটির সঙ্গে গ্রাহকরা সহজেই যোগাযোগ রক্ষা করতে পারেন, বাড়িতে বসেই।