অরিজিৎ সিংহের কলকাতা কনসার্টে ‘না’

কলকাতা: ইকো পার্কে অনুমতি পেল না অরিজিৎ সিংহের কনসার্ট। ফেব্রুয়ারিতে ইকো পার্কে অরিজিৎ সিংহের কনসার্টের আয়োজন করা হয়েছিল। ‘এমনিতেই ইকো পার্কে ভিড়, সঙ্গে জি-২০ সম্মেলন’। অনুমতি না দেওয়ার জন্য আইনশৃঙ্খলার কারণ দেখাল সরকার। জানানো হয়েছে হিডকোর কাছে কোনও আবেদন করেননি উদ্যোক্তারা। কনসার্টের জন্য আবেদন জমা পড়েনি, তাই কোনও অনুমতিও দেওয়া হয়নি। ইকো পার্কে অরিজিতের অনুষ্ঠানে অনুমতি-বিতর্কে এমনটাই দাবি করেন ফিরহাদ হাকিম। ‘ইকো পার্কের বদলে বিকল্প জায়গায় কনসার্ট করা যেতে পারে’ । অনুমতি না নিয়েই কীভাবে টিকিট বিক্রি হল? প্রশ্ন হিডকো চেয়ারম্যানের।