অবৈধভাবে মাটি কাটার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ভূমি রক্ষা কমিটির

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পথ নামলেন স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার শাসকদলের ছত্রছায়ায় একদল অসাধুব্যক্তি অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে এলাকার মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । রাস্তায় একঘন্টা ধরে ভূমি রক্ষা কমিটি রাস্তায় টায়ার জ্বালিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। খবর দেয় ঘটনাস্থলে আসেন তুফানগঞ্জ থানার পুলিশ।

ভূমি রক্ষা কমিটির সদস্য এবং বিধানসভার কো কনভেনার চিরঞ্জিত দাস জানান, শাসক দলের অঙ্গুলি হেলনে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে । বারবার প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি । যে কারনে এদিন টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় ।