অবশেসে ছাড় পেল আরও এক টিকা

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। তীব্র আতঙ্ক ক্রমে ছেয়ে ফেলছে গোটা দেশকে। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। টিকাকরণে জোর দিচ্ছে সবাই। এই পরিস্থিতিতে বিশ্বের যে কোনও দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোভিড টিকার তালিকায় আমেরিকার সংস্থার তৈরি মডার্নার টিকাকেও অন্তর্ভুক্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই নিয়ে বিশ্বের মোট ৫টি কোভিড টিকাকে জরুরি ব্যবহারের তালিকাভুক্ত করল হু। এই টিকাকে বিশ্বের সব দেশেই জরুরি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯৪.১ শতাংশ কার্যকারিতা মডার্না-র কোভিড টিকার।