অবশেষে সেরে ওঠার কথা জানিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং

করোনার লক্ষণ নিয়ে দুই সপ্তাহ ভোগার পর অবশেষে সেরে ওঠার কথা জানিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং। গতকাল টুইটারে তিনি জানান, গত দু’সপ্তাহ আগে কোভিড-১৯ এর লক্ষণ তার শরীরে দেখা দিয়েছিল (যদিও তিনি কোনো পরীক্ষা করাননি)। এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

৫৪ বছর বয়সী এই লেখিকা আরও জানান, কুইন্স হাসপাতালের একজন চিকিৎসকের পোস্ট করা ভিডিও দেখে শ্বাসকষ্ট থেকে মুক্তি পেয়েছেন। সবাইকে সেই ভিডিও দেখার অনুরোধ জানিয়েছেন।

ওই চিকিৎসককে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার ভিডিওগুলো দেখে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের পোস্ট করার জন্য। আপনারাও দেখুন এই পোস্ট। দেখান পরিবারের সব সদস্য, চেনা পরিচিতদের। নিরাপদে থাকুন সবাই। সুস্থ থাকুন।’