অন্য রাজ্যে আটকে পড়া সব শ্রমিকদের ফেরাবে না, জানাল কর্নাটক সরকার।

রাজ্যের সমস্ত পরিযায়ী শ্রমিকদের গ্যাঁটের কড়ি খরচ করে ফেরাতে রাজি নয় কর্নাটক সরকার। করোনা ভাইরাসকে এড়াতে লকডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে বিশেষ ১১৯ টি ট্রেন চালাচ্ছে কেন্দ্র। কিন্তু সেই শ্রমিক ট্রেনে করে নিজেদের রাজ্যের সব শ্রমিকদের কর্নাটকে ফেরানোর পরিকল্পনা বাতিল করে দিল বিএস ইয়েদুরাপ্পা সরকার। কর্নাটক সরকারের এই সিদ্ধান্তে রাজ্য জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্নাটকের বিরোধী দল কংগ্রেস বলেছে যে এতদিন পর্যন্ত সরকার শ্রমিকদের বিভিন্ন জায়গায় “আটকে” রেখে এখন বলছে যে ওই শ্রমিকরা “নথিভুক্ত শ্রমিক” নয়, তাই তাঁদের রাজ্যে ফেরাতেও দায়বদ্ধ নয় রাজ্য সরকার। অথচ এই সপ্তাহেই বেঙ্গালুরু থেকে বিভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফেরাতে দশটি বিশেষ ট্রেন চালু করা হয়েছিল। তবে মঙ্গলবার, কর্নাটক সরকার সেই ট্রেনগুলোর পরিষেবা আর প্রয়োজন নেই তাই তা বাতিল করা হোক, এই বলে ভারতীয় রেলকে অনুরোধ করে।