২০১৭তে ভারত সাফল্যের সঙ্গে আয়োজন করেছিল অনূর্ধ্ব-১৭ ছেলের বিশ্বকাপ (FIFA U-17 Women’s World Cup)। এ বার ভারতের সামনে রয়েছে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। কিন্তু করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বের খেলা বন্ধ হয়ে রয়েছে। এক বছর পিছিয়ে দিতে বাধ্য হয়েছে অলিম্পিকও। এই অবস্থায় যে বিশ্বকাপ পিছবে তা স্বাভাবিক। কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশন আশাবাদী পরিস্থিতি স্বাভাবিক হতেই নতুন দিন ঘোষণা করতে পারবে ফিফা এবং তারা। গত ৪ এপ্রিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। মহিলাদের এই বিশ্বকাপ ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে ভারতের পাঁচটি শহর। যে পাঁচ ভেন্যুতে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। ২-২১ নভেম্বর এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, আহমেদাবাদ ও নভি মুম্বইয়ে। ১৬ দলের এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছিল ভারত। যার ফলে আয়োজক দেশ হিসেবে এমনিই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল ভারতের মহিলা দল। তবে আপাতত তাতে সাময়িক বিরতি। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল শুক্রবার টুইট করে জানিয়েছেন, তাঁরা নিয়মিত ফিফার সঙ্গে যোগোযোগ রাখছেন এবং খুব দ্রুত তাঁরা নতুন দিনও ঘোষণা করতে পারবেন।