অনুমতি না মিললেও পরিবর্তন যাত্রা হচ্ছেই দাবি বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের

প্রশাসনের অনুমতি না মিললেও আগামীকাল উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছেই শিলিগুড়ি এসে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সূত্রের খবর উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার প্রশাসনিক অনুমতি এখনো পর্যন্ত মেলেনি। অথচ আগামীকাল কোচবিহার থেকে বিজেপির এই পরিবর্তন যাত্রার সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দাবি বিজেপির যেকোনো মিটিং মিছিলকে অনুমতি না দিয়ে রাজ্য সরকার একনায়কতন্ত্র চালাচ্ছে। যদিও বিজেপি নেতা শমীক বাবুর দাবি প্রশাসনিক আধিকারিকরা অনুমতির বিষয়টি দেখবেন। তাঁর একই সঙ্গে দাবি আগামীকাল পরিবর্তন যাত্রা হবেই। তবে প্রশাসন অনুমতি না দিলে এই যাত্রার সূচনা অনুষ্ঠানের গতিপ্রকৃতি কি হবে সেনিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

একইসঙ্গে তিনি শিলিগুড়ির দার্জিলিং মোড়ের ট্রাফিক সমস্যা নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর দাবি “রাজ্য সরকার জমি সমস্যা মিটিয়ে ফেলুক। আমরাই কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি নিয়ে যাব। দরকার পড়লে ধর্ণায় বসবো।” রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন বক্তৃতা শুধু বক্তৃতার জন্য নয়। প্রশাসনের কাজ কেন্দ্র ও রাজ্যের যৌথ সম্পর্কে হয়। আর কয়েকমাস বাদে বিজেপি রাজ্যে আসছে।তারপরেই রাজ্য ও কেন্দ্র যৌথ উদ্যোগে জমি অধিগ্রহণও হবে, সমস্যার সমাধানও হবে।অন্যদিকে সেবকের বাঘপুল বর্তমান অবস্থা নিয়ে চিন্তা প্রকাশ করে। এমনি ভাবে বুধবার শিলিগুড়ি বিজেপি দলীয় কার্য়লয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে সৌমিক ভট্টাচার্য।