তুফানগঞ্জে দেওচড়াই অঞ্চল সভাপতির পদ নিয়ে গোষ্ঠী সংঘর্ষ বাঁধল। জখম প্রায় কুড়ি। সূত্রের খবর এই গোষ্ঠী সংঘর্ষে কোচবিহারে ফের একবার রবি ঘোষ ও পার্থপ্রতিম রায়ের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এল। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক তৃণমূল কর্মীর বক্তব্য কোচবিহারে অঞ্চল সভাপতির পদ নিয়ে জেলার শীর্ষনেতৃত্বের সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন।
জানা গিয়েছে গত দুদিন আগে তুফানগঞ্জে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠানে এসে দেওচড়াই অঞ্চল সভাপতির নাম ঘোষণা করতেই এলাকায় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ। সূত্রের খবর অঞ্চল সভাপতি ফারুক মন্ডলকে সরিয়ে দিয়ে উন্নয়ন মন্ত্রী মজিবুর রহমানকে নতুন করে অঞ্চল সভাপতি ঘোষণা করে। দলের একাংশের অভিযোগ জেলার সভাপতি ছাড়া অন্যকেউ অঞ্চল সভাপতি মনোনীত করতে পারেন না। জানা গেছে মজিবুর রহমান রবিঘোষের ঘনিষ্ঠ আর প্রাক্তন অঞ্চল সভাপতি ফারুখ মন্ডল পার্থ রায়ের ঘনিষ্ট। এদিন মজিবুর রহমান অঞ্চল সভাপতি মনোনীত হতেই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কমপক্ষে দশজনের জখমের খবর পাওয়া গেছে।
এই সংঘর্ষে দুই গোষ্ঠী একে অন্যের প্রতি দোষারোপ করছেপার্থপ্রতিম গোষ্ঠীর তৃণমূল কর্মীদের অভিযোগ জেলা কমিটির কোনো পদে না থাকা রবি ঘোষ সংগঠনে কাউকে মনোনীত করতে পারেন না। এই কাজটি করতে পারেন শুধুমাত্র জেলা সভাপতি। বলাবাহুল্য তুফানগঞ্জে গোষ্ঠী সংঘর্ষে পার্থ-রবির মতানৈক্য ফের প্রকাশ্যে চলে এল। এতে বিরক্ত নিচু তলার তৃণমূল কর্মীরা।