সিনেমার সংলাপকে ব্যবহার করে প্রচারে নেমেছে তৃণমূল

Estimated read time 0 min read

একুশের নির্বাচনের আগে প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছে সমস্ত রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে সম্প্রতি শাহরুখ খানের ছবি “ম্যায় হুঁ না” নামে ক্যাম্পেইন চালু করেছে তৃণমূল দল। পোস্টারে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাহরুখ খানের সুসম্পর্ক দীর্ঘদিনের। তাই ভোট বৈতরণী পার হওয়ার জন্য তাঁর সিনেমার নাম ব্যবহার করেছেন তৃণমূল।

কিন্তু হঠাৎ করে কেন এই সিনেমার সংলাপকে ব্যবহার করে প্রচারে নেমেছে তৃণমূল! বৃহস্পতিবারই টুইটের মাধ্যমে নিজেদের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে এই রাজনৈতিক দল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, “বর্তমানে দেশের মানুষ এক অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন্দ্রে বিজেপি সরকার এই পরিস্থিতিতে দেশের পড়ুয়াদের এক বিপদের মুখে ফেলে দিয়েছে। আর তার রেশ ধরেই ছাত্রছাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য এগিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রকৃতপক্ষে জন নেত্রী!” এখন দেখার সাধারন মানুষের কাছেই তৃণমূলের এই ক্যাম্পেইন ঠিক কতটা গ্রহণযোগ্য হবে।

You May Also Like

More From Author